তোমাকে তোমার সম্পূর্ণ মনোযোগ তোমার কাজকর্মের দিকে রাখতে হবে। বিশেষ করে যেসব বিষয় নিয়ে তুমি কাজ করবে বলে স্থির করেছ। আর অন্যদের কাজ সম্পর্কেও স্পষ্ট থাকতে হবে। কোনটা অন্যের কাজ, কোনটা তোমার কাজ, বুঝতে হবে। অন্যের কাজে নাক গলানো তোমার নিজের কাজে ব্যাঘাত ঘটাবে।
গ্রিক দার্শনিক এপিক্টেটাস বলেন, তোমার কাজের দিকে সম্পূর্ণ মনোযোগ দাও। অন্যের কাজে নাক গলালে তোমার কাজে ব্যাঘাত ঘটবে।
এপিক্টেটাসের আরও উক্তি পড়ুন: http://bani.com.bd/author/223/
তথ্যসূত্র: The art of laziness by Library mindset, page: 12.