ইকিগাই:
ইকিগাই মানে জীবনে একটা উদ্দেশ্য থাকা। যেই উদ্দেশ্য বা লক্ষ্যের জন্য আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন। দারুণ একটা জিনিস করবেন বলে আশান্বিত থাকেন। যখন আপনার একটা উদ্দেশ্য থাকবে তখন আপনি অলসতা বা নিরানন্দ বোধ করবেন না। আপনার মধ্যে একটা কর্মস্পৃহা কাজ করবে, তাড়না ক্রিয়া করবে। ইকিগাইয়ের ৪টি নিয়ম:
ক। আপনি যা ভালোবাসেন তাই করেন।
খ। আপনি যেই কাজে দক্ষ তাই করুন।
গ। দুনিয়ার দরকার এমন কোন কাজ করুন।
ঘ। এমন কোন কাজ করুন যা করলে লোকে অর্থ দেয়।