জীবনে থেমে না থেকে এগিয়ে যাওয়াই উত্তম। এমন ১০টি উক্তি।

 ৬১। সমালোচনা এড়ানোর একমাত্র পন্থা হচ্ছে কিছু না করা, কিছু না বলা এবং কিছু না হওয়া। - এরিস্টটল


৬২। ঘোলা পানি পরিষ্কার করতে হলে সবচেয়ে ভালো হয় এটাকে না ধরা। - অ্যালান ওয়াটস


৬৩। তোমার সামনের রাস্তা যদি পরিষ্কার থাকে, তবে তুমি হয়তো অন্য কারও পথ ধরে হেঁটে যাচ্ছ। - কার্ল জং


৬৪। যে ব্যক্তি প্রশ্ন করে তাকে হয়তো এক মিনিটের জন্য মনে হতে পারে বোকা মানুষ। কিন্তু যে জিজ্ঞেসই করে না সে সারা জীবনের জন্য গর্দভ রয়ে যায়। - কনফুসিয়াস


৬৫। তুমি যেই গুহায় ঢুকতে ভয় পাও সেখানেই তোমার আকাঙ্ক্ষিত গুপ্তধন লুকিয়ে আছে। - জোসেফ ক্যাম্পবেল


৬৬। জ্ঞানী লোকের কিছু বলার থাকে বলে কথা বলে; আর বোকা মানুষ শুধু কথা একটা বলতে হবে বলেই মুখ খোলে। - প্লেটো


৬৭। মানুষ কত দ্রুত মৃত ব্যক্তিকে ভুলে যায় সেটা যদি ‍বুঝতে তবে তুমি আর লোকে কী ভাববে সেটা ভেবে ভেবে পেরেশান হতে না। - ক্রিস্টোফার ওয়াকেন


৬৮। সব ধরনের অসুস্থতার জন্য দুই ধরনের ঔষধ: সময় এবং নিরবতা। - আলেকজান্ডার দ্যুমা


৬৯। যে শেখে কিন্তু চিন্তা করে না সে হারিয়ে যাবে! কিন্তু যে চিন্তা করে কিন্তু শেখে না সে বিরাট এক বিপদে আছে। - কনফুসিয়াস


৭০। একজন মহান ব্যক্তি নিজের ওপর কঠোর হয়। আর একজন ছোট মনের মানুষ অন্যদের ওপর চড়াও হয়। - কনফুসিয়াস


তথ্যসূত্র: 100 Harsh Truths of Life. Library Mindset. 2023.
ফজলে রাব্বি

ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক এবং প্রকাশক, যিনি বাংলা সাহিত্যের জগতে তার অনন্য অবদান রেখে চলেছেন। তিনি সাফল্য প্রকাশনীর প্রতিষ্ঠাতা এবং সম্পাদকের ভূমিকায় থেকে প্রায় এক দশক ধরে অনুপ্রেরণামূলক বইয়ের বাংলা অনুবাদে অসাধারণ দক্ষতা প্রদর্শন করছেন। তার অনুবাদ করা বইগুলো যেমন "থিংক অ্যান্ড গ্রো রিচ," "দ্য সাইকোলজি অফ মানি," এবং "টাইম ম্যানেজমেন্ট" বাংলাদেশের পাঠকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। পাঠকদের জীবনমান উন্নয়নে সহায়তা করাই তার অনুপ্রেরণা। পাশাপাশি, তিনি সাহিত্যিক কাজেও সমান উৎসাহী, যেখানে তার কবিতাগুলো মানুষের আবেগ ও অভিজ্ঞতার গভীর দিকগুলো তুলে ধরে। ফজলে রাব্বি প্রতিনিয়ত পাঠকদের জন্য নতুন বই প্রকাশ ও লেখালেখিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশের তার লক্ষ্যে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। পাঠকদের জন্য শিক্ষণীয়, মানসম্মত এবং উদ্দীপনামূলক কন্টেন্ট তৈরির মাধ্যমে তিনি নিজেকে একজন উদ্ভাবনী প্রকাশক ও লেখক হিশাবে প্রতিষ্ঠিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন