প্রত্যাশা নয়, আপনার কাছে যখন আশা থাকে তখন জীবনটাই আনন্দময় হয়ে ওঠে।
আশা নিয়ে বাঁচতে হলে আপনার আশেপাশে দরকার আশাবাদী মানুষ। আর তারা যদি আপনার বন্ধু হয় তবে তো সোনায় সোহাগা। প্রাণের বন্ধু খোঁজার পরামর্শ দিয়েছেন খ্যাতিমান লেখক মার্ক টোয়েন (১৮৩৫-১৯১০)। তিনি বলেন,
বন্ধুর জন্য মারা যাওয়াটা সমস্যা না, সমস্যা হচ্ছে এমন একজন বন্ধু খুঁজে পাওয়া যার জন্য মরাও উত্তম।
তাই এমন বন্ধু নিয়ে বাঁচুন যার মধ্যে আনন্দ নিয়ে বাঁচার আশা আছে, চেষ্টা আছে। তাকে সঙ্গে নিয়ে জীবনকে উপভোগ করুন। জীবনের ছোটোখাটো বিষাদ ভুলে যান। ছোটোখাটো আনন্দ নিয়ে জীবনকে ভরিয়ে তুলুন। এ ব্যাপারে বরি অর (১৯৪৮-) বলেন,
কীভাবে জীবন কাটাচ্ছেন বা কাজ করছেন তার স্টাইল বা ধরন ভুলে যান; সবসময় ফলাফল নিয়ে চিন্তা করুন।