সাফল্য লিটল ম্যাগাজিন ২০২৪। ১ বর্ষ। বসন্ত সংখ্যা। ১৪৩০ বাংলা সাল।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে, সাফল্য লিটল ম্যাগাজিনের জন্য গত বছর যারা যারা লেখা জমা দিয়েছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অবদানেই সাফল্য তার সৃষ্টিশীলতা ও সাফল্যের পথে একধাপ এগিয়ে যেতে পেরেছে। আপনারা সবসময় আমাদের অনুপ্রেরণা।
প্রতিশ্রুতি অনুযায়ী, গত বছরের সাফল্য লিটল ম্যাগাজিনের একটি পিডিএফ কপি দিতে চাচ্ছি। আগ্রহীরা আপনাদের ইমেইল এড্রেস দিবেন। আশা করি, এটি আপনারা উপভোগ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন।
এবারের ২০২৫ সালের বইমেলার জন্য আবারও লেখার আহবান জানাচ্ছি। আপনার সৃষ্টিশীল চিন্তা, অভিজ্ঞতা ও শব্দের খেলা দিয়ে আগামী সংখ্যাকে আরও বর্ণিল করুন। লেখা পাঠানোর শেষ তারিখ, লেখা জমা দেওয়ার ঠিকানা এবং নিয়মাবলী শীঘ্রই জানানো হবে।
সাহিত্য প্রেমী বন্ধুদের আগাম শুভেচ্ছা ও সাফল্যের পথে আরও একসাথে পথচলার প্রত্যাশায়,
সাফল্য টিম