আওয়াজের মাঝে নীরবতা

প্রথমে ওরা ক্রসফায়ারে মানুষ মারল,

আমি জিজ্ঞেসও করিনি
মানুষটির কী দোষ ছিল।

তারপর ওরা মানুষকে গুম করল, হত্যা করল,
আর লাশ পুড়িয়ে ভস্ম করল,
আমি তো জানিও না সে কে,
কখনো জানার চেষ্টাও করিনি।

তারপর ওরা বিদ্রোহের নামে
সেনাদের হত্যা করল,
আমি তো তখনো শিশু,
এসবের কী-বা বুঝি।

রাতের সব আলো নিভিয়ে দিয়ে,
নেট শাটডাউন করে,
টেলিভিশনের সুইচ অফ করে,
বুলেটের তাণ্ডবে যেন আকাশ পুড়ে ছাই,
তখন আমার অনেক ঘুম পেয়েছে,
আমি আমার নরম বিছানায় ঘুমোতে যাচ্ছি।

ওরা বিএনপি জামাত-শিবির, ওরা জঙ্গী, ওরা অগ্নিসন্ত্রাস করে,
ওদের ধর, ওদের মার,
হাত-পা বেঁধে ফেলে দে অন্ধকূপে,
আমি বলি টিভির চ্যানেলটা ঘুরিয়ে দাও, হিন্দি সিরিয়াল দেখি।

তারপর ওরা যখন আমার জন্য এলো
তখন আশপাশ সুনসান,
কোথাও কেউ নেই।

ফজলে রাব্বি,
19/10/2024,

ফজলে রাব্বি

ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক এবং প্রকাশক, যিনি বাংলা সাহিত্যের জগতে তার অনন্য অবদান রেখে চলেছেন। তিনি সাফল্য প্রকাশনীর প্রতিষ্ঠাতা এবং সম্পাদকের ভূমিকায় থেকে প্রায় এক দশক ধরে অনুপ্রেরণামূলক বইয়ের বাংলা অনুবাদে অসাধারণ দক্ষতা প্রদর্শন করছেন। তার অনুবাদ করা বইগুলো যেমন "থিংক অ্যান্ড গ্রো রিচ," "দ্য সাইকোলজি অফ মানি," এবং "টাইম ম্যানেজমেন্ট" বাংলাদেশের পাঠকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। পাঠকদের জীবনমান উন্নয়নে সহায়তা করাই তার অনুপ্রেরণা। পাশাপাশি, তিনি সাহিত্যিক কাজেও সমান উৎসাহী, যেখানে তার কবিতাগুলো মানুষের আবেগ ও অভিজ্ঞতার গভীর দিকগুলো তুলে ধরে। ফজলে রাব্বি প্রতিনিয়ত পাঠকদের জন্য নতুন বই প্রকাশ ও লেখালেখিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশের তার লক্ষ্যে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। পাঠকদের জন্য শিক্ষণীয়, মানসম্মত এবং উদ্দীপনামূলক কন্টেন্ট তৈরির মাধ্যমে তিনি নিজেকে একজন উদ্ভাবনী প্রকাশক ও লেখক হিশাবে প্রতিষ্ঠিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন