আপনার মূল দায়িত্বে মনোযোগ দিন (Focus on Your Main Duty)।
বিনোদন এবং আনন্দের সময় ও স্থান আছে। তবে কখনোই সেগুলোকে আপনার প্রকৃত লক্ষ্যকে ছাড়িয়ে যেতে দিবেন না। আপনি যদি একটি অভিযানে থাকেন এবং জাহাজ কোনো বন্দরে নোঙর ফেলে, তবে পানি সংগ্রহ করতে কূলের দিকে যেতেই পারেন। আর সেই পথে শামুক বা উদ্ভিদ সংগ্রহ করতে পারেন। কিন্তু সতর্ক থাকুন; চোখ-কান খোলা রাখুন, ক্যাপ্টেনের ডাক শোনার জন্য কান খাড়া রাখুন। মনোযোগ জাহাজের দিকে রাখুন। অপ্রয়োজনীয় কাজকর্মে বিভ্রান্ত হওয়া খুবই সহজ। ক্যাপ্টেন ডাকলেই আপনাকে সেই বিনোদন ছেড়ে তৎক্ষণাৎ জাহাজে ফিরে যেতে হবে। পিছনে তাকানোর সময় থাকবে না।
যদি আপনার বয়স বেশি হয়, তবে জাহাজ থেকে বেশি দূরে যাবেন না। না হলে ডাক পড়লে আপনি ফিরে আসতে নাও পারেন।