দুই দিন সূত্র খুবই সহজ এক নিয়ম। তুমি কোন কাজ টানা দুইদিনের জন্য ফেলে রাখবে না অথবা দুইদিন বাদ দিবে না। একটা কাজ করতে গিয়ে হয়তো তুমি একদিনের জন্য বাদ দিলে বা ভুলে গেলে। কিন্তু দুইদিনের জন্য যেন মিস না হয়। এটাই দুই দিন সূত্র।
মনে রাখবে, শৃঙ্খলা বজায় রাখার জন্য ধারাবাহিক কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রায় সময় আমরা শৃঙ্খলা মেনে কাজ করতে গিয়ে গড়িমসি করি। তাই ৫ মিনিট সূত্র, দুই দিন সূত্র সহ প্রভৃতি নিয়ম তোমাকে তোমার লক্ষ্যে ধরে রাখতে সাহায্য করবে।
তথ্যসূত্র:
১। The art of laziness by Library mindset, page: 73.